On Left Bank

On Left Bank
Right Direction

Monday, June 22, 2015

উত্তরকন্যার পথে

তুমি চাইছনা ! নাকি আর কেউ !
ভেবেও কেন যেতে পারছিনা

তোমার কাছে যেতে পারছিনা বহুদিন
বহুদিন ধরে লিখতেও পারছিনা

সেই দ্বিতীয় জানুয়ারীতে লিখেছিলাম
উত্তরকন্যার সামনে ফুটেছে পলাশ

আর আজ লিখছি
উত্তরকন্যার সামনে যে রাস্তা
তার দুধার থেকে হারিয়ে গেছে
বহু অসংখ্য ছায়া অজস্র ছায়াগাছ

আর নেই তোমার আমার ভালবাসা
উত্তরকন্যার পথে

সেদিন ঠিক দুপুর বেলা
রাস্তার ধারে দেখি
কাঠফাটা রোদ্দুর
আমার ছায়া আমার
পায়ের কাছে গোল হয়ে
ঘুরপাক খাচ্ছে


শুধু মনে করিয়ে দিচ্ছে
উত্তরকন্যার সামনে দিয়ে
দুই বন্ধু দেশের জন্য
দুই জোড়া রাস্তা যাবে
তাই বহু পলাশ গাছের মৃত্যু
সেই ছায়াপথ আর নেই …